কুমিল্লার কৃষকরা সব দিক দিয়ে এগিয়ে

 

অফিস রিপোর্টার

কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেছেন, কৃষকরা জাতির সূর্যসন্তান। কৃষকরা নানান ফসল ফলান বলে আমাদের মুখে অন্ন জোটে। এর মধ্যে কুমিল্লার কৃষকরা ব্যতিক্রম। ধান চাষ, মাছ চাষ, গবাদি পশু পালন, ফল উৎপাদন-সবদিক দিয়ে তারা অনেক এগিয়ে। আপনারা কোনো জমি খালি রাখবেন না। প্রয়োজনে আমরা প্রণোদনার ব্যবস্থা করব।

বুধবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ( বিএডিসি) কুমিল্লা অঞ্চলের আউশ ধানের সেচ স্কিমের কৃষকদের মাঝে সেচ প্রণোদনার চেক বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএডিসি কুমিল্লার এক হাজার ৫৪৯জন কৃষককে এবার নয় লাখ ৭৭হাজার ৫১৯ টাকা প্রণোদনা প্রদান করে। তিনি বলেন, কুমিল্লায় এবার অনলাইনে কোরবানির গরু বিক্রি হচ্ছে। ইতোমধ্যে জেলার ২৫হাজার গরু বিক্রেতা অনলাইনে আবেদন করেছেন। চামড়া শিল্পে দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। গত বছর সিন্ডিকেটের কারণে মানুষ চামড়ার দাম পায়নি। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে সভা হয়েছে। এবার চামড়া নিয়ে নৈরাজ্য ঠোকাতে উদ্যোগ নেয়া হয়েছে।

বিএডিসি কুমিল্লা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী (নির্মাণ) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএডিসি কুমিল্লার যুগ্ম পরিচালক (বীপ্রকে) আনন্দ চন্দ্র দাস, তত্ত¡াবধায়ক প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) খান ফয়সল আহমেদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক সুরনজিত চন্দ্র দত্ত।