‘কুমিল্লার রাজনীতির সিংহপুরুষ অধ্যক্ষ আফজল খান’

 প্রতিনিধি।।
কুমিল্লার রাজনীতির সিংহপুরুষ অধ্যক্ষ আফজল খান। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দেয় প্রয়াত নেতা অধ্যক্ষ আফজল খানকে মানুষ কতটুকু ভালবাসেন। জীবিত আফজল খান থেকেও মৃত আফজল খান অধিক জনপ্রিয়। আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি তিনি সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন, যতটুকু করে গিয়েছেন এটা হয়তো তারই প্রতিদান। এ সময় অতিথিরা তার আত্মার মাগফিরাত কামনা করেন। কুমিল্লার প্রয়াত আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান ফাউন্ডেশনের ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বৃহস্পতিবার কুমিল্লা নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করেন তার পরিবার।
ইফতারের পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আফজল খানের কন্যা সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা। তিনি তার বাবার জন্য কুমিল্লার মানুষের কাছে দোয়া চেয়েছেন। মানুষের এ ভালবাস নিয়ে আজীবন বেঁচে থাকতে চান তিনি।
আলোচনায় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট গোলাম ফারুক,অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিঠু,কাউন্সিলর আবদুর রহমানসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।