কুমিল্লায় আইনজীবীর সম্পত্তি দখলের অভিযোগ

অফিস রিপোর্টার।।

কুমিল্লায় দেলোয়ার হোসেন নামে এক আইনজীবী ও তার পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কুচাইতলী এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার নগরীর টমছমব্রিজ এলাকায় সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ওই আইনজীবী।

অভিযোগে জানা গেছে, আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, তার ভাই আনোয়ার হোসেন ও চার বোন কুচাইতলী মৌজার বিএস-১৯৮ খতিয়ানের ৫৩ ও ৫৪ দাগের মোট ২২ শতক সম্পত্তি দীর্ঘ বছর ধরে ভোগ করে আসছেন। একটি প্রভাবশালী চক্র ওই সম্পত্তির ১৫ শতক দখলের চেষ্টা চালিয়ে আসছিল।

অ্যাডভোকেট দেলোয়ার হোসেন অভিযোগ করেন, ‘সম্প্রতি ওই এলাকার মুজিবুল হক দুলাল, কামাল মিয়া, ফারুক মিয়া, আক্তার হামিদসহ একটি চক্র করোনাকালে লকডাউনে আদালতের কার্যক্রম বন্ধ থাকার সুযোগে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত বুধবার থেকে ওই সম্পত্তিতে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নেয়।’

উক্ত সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকার বিষয়টি স্বীকার করে মুজিবুল হক দুলাল বলেন, ‘এটা আমার ভোগ দখলীয় সম্পত্তি। এ সম্পত্তির খতিয়ান সংশোধনের জন্য আদালতে মামলা চলছে। তবে সম্পত্তির মালামাল রক্ষার জন্য দেয়াল নির্মাণ করেছি।’