কুমিল্লায় আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার 

আমোদ প্রতিনিধি।

inside post
কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর ও তার সহযোগীকে হত্যার ঘটনার পর আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, আমরা ধারণা করছি সোমবারের ঘটনায় এ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদগুলো ব্যবহৃত হয়েছে। তবুও আমরা ব্যাপক বিশ্লেষণ করবো।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৩ টায়  কুমিল্লা শহরের ১৬  নং ওয়ার্ড, সংরাইশ ,বড় পুকুর পাড় ,ডক্টর রহিমের গলির বেলাল মিয়ার তাজীহা লজ  বাসার  বাউন্ডারি ওয়ালের পাশে বাড়ি ও বাউন্ডারি ওয়ালের মাঝখানে তিনটি কাঁধ ব্যাগ দেখতে পেয়ে তারা পুলিশকে জানায়। পুলিশ ব্যাগ তল্লাশি করে দুইটি এলজি, ১ টি পাইপগান,  আনুমানিক ১৫-২০  টি অবিস্ফোরিত বোমা সদৃশ বস্তু,  তিনটি কালো ব্যাগ,  দুইটি কালো জামা ও ১২ রাউন্ড তাজা বুলেট।

 

পুলিশের ধারণা গতকালকের কিলিং মিশনের দলের ব্যাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকালকের ঘটনাস্থল থেকে হাফ কিলোমিটার উত্তর থেকে এগুলো জব্দ করা হয়।
আরো পড়ুন