পাত্রী দেখতে গিয়ে ট্রাকচাপায় মা-বাবাসহ নিহত ৩

সানোয়ার হোসেন,চৌদ্দগ্রাম।।
ছেলের জন্য পাত্রী দেখে ফেরার পথে ট্রাক চাপায় মা- বাবাসহ ৩জন নিহত হয়েছেন। ট্রাক-সিএনজি অটো রিকশা ও ব্যাটারিচালিত মিশুকের ত্রিমুখী সংঘর্ষের এই ঘটনায় পাত্রসহ গুরুতর আহত হয়েছেন ৫জন। সোমবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। আহতদের চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
নিহতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার মহেশ্বর গ্রামের আবুল বাশার, তার স্ত্রী মোরশেদা বেগম এবং সিএনজি অটোরিকশা চালক চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে মমতাজ মিয়া(৩৬)।
আহতদের মধ্যে চারজন হলেন, নাঙ্গলকোট উপজেলার মহেশ্বর গ্রামের একই দুর্ঘটনায় নিহত আবুল বাশারের ছেলে আবু তৈয়ব, একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম, আলী হোসেনের ছেলে অটোরিকশা চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সোমবার মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা কাজী বাড়ির সামনে চৌদ্দগ্রামমুখী ট্রাকের সাথে বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে ধুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুইজন পুরুষ ও একজন নারীসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করেন। নিহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করা হয়েছে।’
