কুমিল্লায় তিনজনের মৃত্যু, আক্রান্তের হার ৩৩ শতাংশ
অফিস রিপোর্ট।
রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়। গত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে করোনায় আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ৩৩ দশমিক ১ শতাংশ। এনিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৪ জন। সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে কুমিল্লা সদর উপজেলার ৭৬ বছর বয়সী এক পুরুষ, চৌদ্দগ্রামের ৬৫ বছর বয়সী এক নারী ও বরুড়ার ৭০ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। । এ পর্যন্ত মোট মারা গেছেন ৪৭৩ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কুমিল্লা নগরীর ১০৩ জন, সদরের ৯ জন, সদর দক্ষিণের ৩ জন, বুড়িচংয়ের ৪ জন, ব্রাহ্মণপাড়ার ৫ জন, চান্দিনার ৬ জন, চৌদ্দগ্রামের ৫ জন, দেবিদ্বারের ১১ জন, দাউদকান্দি ৫ জন, লাকসামের ৩ জন, লালমাইয়ের ১ জন, নাঙ্গলকোটের ১ জন, বরুড়ার ১০ জন, মনোহরগঞ্জের ২ জন, মুরাদনগরের ১ জন, তিতাসের ২ জন ও হোমনার ৪ জন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ জন। এর মধ্যে নগরীর ৩৪ জন, চান্দিনার দুইজন ও সদর দক্ষিণের চারজন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৬৫০ জন।