কুমিল্লায় পণ্য ফেরির আড়ালে মাদক পাচার

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার লালমাই বাজার এলাকা থেকে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য (ফেরিওয়ালা) টুকরির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রোববার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার লালমাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।
অভিযানে অভিনব কৌশলে হরেক রকমের প্লাস্টিকের পণ্য (ফেরিওয়ালা) টুকরির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১১ কেজি গাঁজাসহ মোঃ কবির হোসেন নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটক কবির কুমিল্লা জেলার তিতাস থানার কাপাসকান্দি গ্রামের মৃত তারা মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন করে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতের বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।