কুমিল্লায় প্রথমবারের মত ইংরেজি মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়

 

মাহফুজ নান্টু

কুমিল্লায় প্রথমবারের মত ইংরেজী মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ শুরু হয়েছে। যুগান্তকারী এমন পদক্ষেপে আশা দেখছেন অভিভাবকরা। গেলো ২৫ জানুয়ারী বুধবার জেলার সদর দক্ষিন উপজেলার চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে ইংরেজী মাধ্যমে ক্লাশ শুরু হলো।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজী মাধ্যমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরাসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।

সরেজমিনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ছিমছাপ সাজানো গুজানো স্কুল প্রাঙ্গন। স্কুলে প্রবেশ করলেই চোখ আটকে যায় বাহারি জাতের ফুলের গাছ লাগানো বাগানটায়। কোমলমতী শিক্ষার্থীদের দেখা যায় নির্দিষ্ট পোষাকে ক্লাশে পাঠগ্রহণে।

বিদ্যালয়টি প্রধান শিক্ষক ইসমত আরা বলেন, চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীতে ১৬ জন শিক্ষার্থী নিয়ে ইংরেজী মাধ্যমের যাত্রা শুরু হলো। আট জন শিক্ষক রয়েছেন স্কুলে। তারমধ্যে একজন শিক্ষক রয়েছেন যিনি ইংরেজীতে মাধ্যম পরিচালনা করছেন। আগামী বছর দুয়েকের মধ্যে পুরো স্কুলটি বাংলার পাশাপাশি ইংরেজী মাধ্যমে পাঠদান শুরু হবে। আমরা সে লক্ষ্যই এগিয়ে যাচ্ছি।

সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, ২০১৯ সালের মার্চের দিকে কুমিল্লার সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সদর দক্ষিন উপজেলায় বিদ্যালয় পরিদর্শণে এসেছিলেন। সে সমসয় জেলা প্রশাসক মহোদয় প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজী ভার্সন চালুর কথা জানান। স্যারের স্বপ্ন ছিলো প্রাথমিক বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজী মাধ্যমেও যেন পাঠদান হয়। সেই থেকে আমরা চেষ্টা করেছি। এ বছর দ্বিতীয় শ্রেণী থেকে ভর্তি শুরু হলো। সারাদেশের খবরটা জানি না। তবে আমরা এটা জানি কুমিল্লায় প্রথম ইংরেজী মাধ্যমের সরকারি স্কুল হলো চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, স্মাট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক প্রযোজন। সেক্ষেত্রে ভাষা হবে অগ্রগণ্য। বাংলা ভাষার পাশাপাশি যে ভালো ইংরেজী জানবে সে পুরো পৃথিবী বিচরণ করতে পারবে। আগামীর চ্যালেঞ্জিং সময়গুলোর জন্য আমরা এখন থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজী মাধ্যম শুরু করেছি। বুধবার কুমিল্লা সদর দক্ষিন উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় যাত্রা শুরু হলো। বৃহস্পতিবার এলজিআরডি মন্ত্রী মহোদয় উনার নির্বাচনী এলাকার লাকসামে ২টি মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজী মাধ্যম উদ্বোধন করেন।