‘রোগীদের মানসম্মত ওষুধ সরবরাহ করা নৈতিক দায়িত্ব’
ব্রাহ্মণবাড়িয়ায় নকল, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ ওষুধের ব্যবহার রোধে আলোচনা সভা
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ফার্মেসীতে মানসম্মত ওষুধ সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং নকল, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ ওষুধের ব্যবহার রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা কেমিস্টস এণ্ড ড্রাগিস্টস সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা কেমিস্টস এণ্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু কাউসারের সঞ্চালনায় অনু্ষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। সভায় বক্তারা বলেন, একজন সুস্থ মানুষের সুস্থ হয়ে ওঠার পেছনে ওষুধ বিক্রেতাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোগীদের মানসম্মত ওষুধ সরবরাহ করা তাদের নৈতিক দায়িত্ব। কেউ যদি ভেজাল ওষুধ সরবরাহের মাধ্যমে প্রতারণা করে সেটা অত্যন্ত জঘন্যতম কাজ। এ ধরণের প্রবণতা বন্ধে আমরা আমাদের অবস্থান থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।