কুমিল্লায় বইমেলা; ‘বইয়ের ইনভেস্টের রিটার্ন কল্পনার বাইরে’

 

অফিস রিপোর্টার।।

মায়েরা যে শাড়ি কিনবেন, তার বদলে সন্তানদের বই কিনে দিন। আপনার এই ইনভেস্টমেন্ট কি পরিমাণ রিটার্ন দিবে, কল্পনাও করতে পারবেন না। বইয়ের ইনভেস্টের রিটার্ন কল্পনার বাইরে।

বাচ্চারা তোমরা ইন্টারনেট ব্যবহার করো সমস্যা নাই। দেখার জিনিস আছে, পড়ার জিনিস আছে। সেখানে তোমরা পড়। তোমরা এমন কোনো কাজ করবা না, যেটা বাবা-মাকে বলতে পারবা না। আমরাও এমন কোনো কাজ করবো না, যা সন্তানকে বলা যাবে না। দেশের প্রধান বিচারপতি অনেক পড়তেন বলে তিনি দেশের প্রধান বিচারপতি হতে পেরেছেন। বই-ই ওনার সাথে অন্যদের পার্থক্য গড়ে দিয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা টাউনহলে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বইমেলা চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ। বক্তব্য রাখেন কুমিল্লা আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা সিসিএন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নজরুল গবেষক ড.আলী হোসেন চৌধুরী ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল উদ্দিন।