কুমিল্লায় বাসে ফেন্সিডিল পাচারকালে গ্রেফতার তিন

 

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লায় এসি বাসে করে ফেন্সিডিল পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় ৩৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন- জেলার বুড়িচং থানার পিতাম্বর (মধ্যমপাড়া) গ্রামের মো. ফরিদ আহম্মেদের ছেলে শরিফ আহম্মেদ (৪০), কুমিল্লা কোতয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের মো.জসিম মিয়ার ছেলে আরিফ হোসেন (২৫) এবং জেলার চান্দিনা থানার রাণীছড়া (শিকদার বাড়ি) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে নাজমুল হাসান (২২)।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোতয়ালি থানাধীন আমতলী এলাকায় শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় এসি বাসে ফেন্সিডিল পরিবহনকালে ওই তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে বাসটি তল্লাশী করে ৩৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।