কুমিল্লায় ৬ জনের মৃত্যু, শনাক্ত শতাধিক

আবু সুফিয়ান রাসেল।।

 

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে এ তথ্য জানিয়েছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার ১০৬ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৪৯, আদর্শ সদর উপজেলায় ছয়, সদর দক্ষিণ উপজেলায় দুই, বুড়িচং উপজেলায় সাত, ব্রাহ্মণপাড়া উপজেলায় এক, চান্দিনা উপজেলায় পাঁচ, চৌদ্দগ্রাম উপজেলায় তিন, লাকসাম উপজেলায় ১০, বরুড়া উপজেলায় পাঁচ, নাঙ্গলকোট উপজেলায় এক, দেবিদ্বার উপজেলায় এক, দাউদকান্দি উপজেলায় ১১, হোমনা উপজেলায় চার ও তিতাস উপজেলায় একজন।

 

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। তারা সিটি করপোরেশন, বুড়িচং, চৌদ্দগ্রাম, দেবিদ্বার, আদর্শ সদর ও চান্দিনা উপজেলার বাসিন্দা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার অন্যান্য হাসপাতালে তাদের মৃত্যু হয়।

 

ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন বলেন, কুমিল্লায় দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে আরও সতর্ক থাকতে হবে। শুক্রবার পর্যন্ত কুমিল্লায় ১১ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৩৮ জনের মৃত্যু হয়েছে।