কুমিল্লা আইডিয়াল কলেজের নবীন বরণ অনুষ্ঠান

 “স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের প্রত্যাশায়”। এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপার্চায (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. একেএম আছাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার, কলেজ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শাহ মোহাম্মদ আলমগীর খান, কলেজ নির্বাহী সদস্য আবদুস সামাদ। অনুষ্ঠানের বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন- মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে আগামী দিনের তোমরা যাতে দেশের নেতৃত্ব দিতে পার,এভাবে তৈরি হতে হবে,  নিজেকে বড় করতে হলে অন্যের চেয়ে জ্ঞানী হতে হবে। সামর্থ্য অনুযায়ী সফল হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে। সর্বপরি নিয়মিত লেখাপাড়া করে ভাল ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের অনুভুতি প্রকাশ করেন নবাগত শিক্ষার্থী সুমাইয়া ইসলাম জুনাইদ আলী।
এতে উপস্থিত  ছিলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ইমতিয়াজ মজুমদার, প্রভাষক মো: হাসান ভূইয়া, আরিফুর রহমান, মোহাম্মদ মনির হোসেন, মো: নাজমুল হোসাইন খান, নাইমা আক্তার, ফাহিমা আক্তার, সুফিয়া আক্তার, ফয়েজুল হাসান বাবু, নিশাত মাহমুদ, কলেজ পরিচালক আনিছুর রহমান মিঠু,দেলোয়ার হোসেন,দুলাল হোসেন বিএসসি,হারুনুর রশিদ,সৈয়দ সাইদুল  হকপ্রমুখ
সাংস্কৃতিক পর্বে  দেশাত্মবোধক,রবীন্দ্র সঙ্গীত, লোকগীত গান পরিবেশন করেন তাসনিম জানহান সূচী,আরিফুর রহমান জিলান, আসাদুজ্জামান অমি, শান্তনা, বর্নালী দেবনাথ, নৃত্য পরিবেশন করেন স্বনালী, উর্মী, জেরিন, সাবরিনা,অনি।
সবশেষে আমার মা আমার পৃথিবীর প্রোপাইটর আবদুল্লাহ বাকীর উপস্থাপনায় মনোমুগ্ধকর গান পরিবেশন করেন  সঙ্গীত শিল্পী আলপনা দাস ও সঙ্গীত শিল্পী রাসেল।— সংবাদ বিজ্ঞপ্তি