কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়ায় কঠোর প্রশাসন

কিশোর গ্যাংয়ের আরও ১৮ সদস্য আটক
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে অস্ত্র মহড়ার ঘটনায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের আরও ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা র্যাব-১১, কোতোয়ালি মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী তাদের গ্রেফতার করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক করা হয়, রাকিব হাসান শুভ (১৮), মো. মিলন (১৭), মো. ফাহিম হোসেন (১৭), নিবির ইন্তেসার নিশান (১৯), শাহাদাত হোসেন শান্ত (১৯), মো. নিহাল আহমেদ (২৬), সোহাগ (১৭), সাইমন (১৭), সাব্বির (১৭), শহিদ (১৯), হৃদয় (১৯), মো. ইফতেখার হোসেন তাহসিন (১৭), মো. শাহাদাত হোসেন (২৬), মো. মুজাহিদুল ইসলাম (২২), রাফিউল আহম্মদ রাফি (২০), সাইফুল ইসলাম (১৯), ইমরান হোসেন রতন (১৯) ও শাহ পরান (১৮)।
আটকদের কাছ থেকে একটি নয় এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে শনিবার কোতয়ালী মডেল থানা পুলিশ আরও ৫ জনকে গ্রেফতার করে।
কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল বলেন, কিশোর গ্যাং নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাদের গ্রেফতারে আইন শৃংখলাবাহিনীর অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য- শুক্রবার বিকালে নগরীতে কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য অস্ত্রের মহড়া দেয়। এতে নগরীতে আতংক ছড়িয়ে পড়ে।
