কুমিল্লা নগরীতে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিক নিহত

প্রতিনিধি
কুমিল্লা নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। শনিবার বিকেল সাড়ে ৫ টায় কুমিল্লা নগরীর ৬ নং ওয়ার্ড শুভপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাকিল আহমেদ (২৫)। আহত হয়েছেন রাতুল(২০) ও রিয়াদ ( ২৬)। তারা সবাই শুভপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কায়সার হামিদ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কায়সার হামিদ জানান, নগরীর ৬নং ওয়ার্ডের শুভপুরে সংরক্ষিত কাউন্সিলর নাদিয়া নাছরিনের কানন বিলাশ নামে তিন তলার বাসার জানালায় থাই গ্লাসের কাজ করছিলেন ৩/৪ জন শ্রমিক। বিকেলে থাই গ্লাস ফিটিংয়ের সময় অসাবধানতাবশত একটি এসএস পাইপ বিল্ডিংয়ের সাথে থাকা বৈদ্যুতিক তারের সাথে লাগে। এসএস পাইপটি বিদ্যুতায়িত হয়ে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলে মারা যায় শাকিল আহমেদ। এছাড়া রিয়াদ ও রাতুল গুরুতর আহত হয়।
আহত রাতুল ও রিয়াদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, নিহত শাকিল আহমেদ মাসখানেক আগে বিয়ে করেন। তার বাবা আরশ মিয়া রিকশা চালক। দুই বোন এক ভাইয়ের মধ্য শাকিল সবার বড়।