কুমিল্লা নগরীতে ভাঙ্গা হচ্ছে সেই ৭তলা ভবন
প্রতিনিধি।।
কুমিল্লা নগরীতে ভাঙ্গা হচ্ছে সেই আলোচিত ভবন। সোমবার কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাইদ আবিদ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলী তোফাজ্জল হোসেন।
সূত্র জানায়,গত ২৭ মে নগরীর নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পাশের নির্মাণাধীন ওই সাত তলা ভবন থেকে পিলার ধ্বসে সাইফুল ইসলাম সাগর নামে এক স্কুল ছাত্র নিহত হন। আহত হয় আরো একজন শিক্ষক। এই ঘটনার পর সিটি মেয়র তাহসিন বাহার সূচনা ঘোষণা দেন,নগরীর কোনো অবৈধ ভবণ নির্মাণ করা যাবে না, এর ধারাবাহিকতায় অবৈধ ভবনটি উচ্ছেদ অভিযান শুরু হয়।
প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, এর আগেও এই ভবনটিকে তিনবার নোটিশ করা হয়েছিল। তারা যেন নিরাপত্তা নীতি মেনে ভবন নির্মাণ কাজ পরিচালনা করেন। তারা সেটি কখনোই মানেননি। এই ঘটনাটিকে আমলে নিয়ে পৃথক পৃথক তদন্ত কমিটি যে রিপোর্ট দেয় তার ভিত্তিতে নকশার অনুমোদন বাতিল করে ভবনটিকে উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন।