কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
প্রতিনিধি।।
কুমিল্লা সেনানিবাসে মঙ্গলবার সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা মো. মাইনুর রহমান। দিবসটি উপলক্ষ্যে জিওসিসহ অতিথিরা কেক কাটেন। এতে অতিথিদের মধ্যে অংশগ্রহণ করেন সংসদ সদস্য র আ ম মুক্তাদির হোসেন চৌধুরী, ডা. প্রাণ গোপাল দত্ত, শিরিন আক্তার, শফিকুর রহমান, উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) ও সাবেক এমপি জোবেদা খাতুন পারুল, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল প্রমুখ। এর আগে অনুষ্ঠানে ৯৭৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।