শ্রীভল্লবপুরে মানসম্পন্ন শিক্ষা নিয়ে আসছে আরেকটি মাদ্রাসা
জাবেদুল হক,সদর দক্ষিণ।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লবপুর গ্রামে মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নিয়ে আসছে আরেকটি মাদ্রাসা। নাম কুমিল্লা মারকাজুন নাজাত নেছারিয়া মাদ্রাসা। মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ ফরহাদ হোসেন। মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ মাহাবুবুল আলম ছালেহী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীভল্লবপুর পূর্ব পাড়ার বিশিষ্ট সমাজসেবক আবু তাহের আবু মিয়া।
অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি সফিকুল আলম বলেন, এলাকার সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে। ব্যক্তি, সমাজ, দেশকে উন্নয়ন করতে হলে দ্বীনি শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। একমাত্র দ্বীনি শিক্ষাই পারে সমাজ ও ব্যাক্তিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে।
সভায় উপস্থিত থেকে মাদ্রাসা পরিচালনা নিয়ে পরামর্শ দেন বশিরুল হাসান বাবুল, অ্যাড. হুমায়ুন কবির, মফিজুল ইসলাম, ২২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া দুলাল, ওহীদুর রহমান ও সাইফুল ইসলাম বাবুলসহ প্রমুখ।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোঃ মাহাবুবুল আলম ছালেহী বলেন, আমরা গতানুগতিক মাদ্রাসা করতে চাই না। আমরা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত হরতে চাই। যাতে একজন শিক্ষার্থী প্রকৃত দ্বীনি শিক্ষা নিজেকে গড়ে তুলতে পারে।
উল্লেখ্য- এর আগে শ্রীভল্লবপুরে ৫টি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিলো।