কুমেক করোনা ইউনিটের নিচতলায় অগ্নিকাণ্ড

 

অফিস রিপোর্টার।।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল করোনা ইউটিনেটে নিচ তলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফেরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের কুচাইতলী এলাকায় কুমেক করোনা ইউনিটের জরুরি বিভাগের পাশের রুমে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে রোগীসহ স্বজনরা চারদিক দিকবিদিক ছুটাছুটি শুরু করে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সামছুল আলম জানান, করোনা ইউনিউটের নিচ তলাতে অক্সিজেন রিফিলিং করার রুমে বিকট শব্দে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । তাৎক্ষণিক ভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থল ফায়ার সার্ভিসের টিম পরিদর্শন করেছে। রুমের জানানার কাচ গুলো ক্ষতিগ্রস্থ হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আমরা অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করছি।