কেজিতে মিষ্টি সাড়ে সাতশ’-প্যাকেট আড়াইশ’ গ্রাম!

অফিস রিপোর্টার।।
কুমিল্লার চান্দিনায় মিষ্টি দোকানে এক কেজি মিষ্টি বিক্রির সময় কাগজের ভারী প্যাকেট দেয়া হচ্ছে। প্যাকেটের ওজন প্রায় আড়াইশ’ গ্রাম। এতে প্রতিনিয়তই ক্রেতারা প্রতারিত হচ্ছে। এনিয়ে মঙ্গলবার চান্দিনা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ এবং সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম যৌথ অভিযান পরিচালনা করেন।

এসময় ইউএনও বিভীষণ কান্তি দাশ ৫জন অসাধু দোকানীকে ১৪ হাজার ৫শ টাকা এবং সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম দুইজনজন অসাধু ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
ইউএনও বিভীষণ কান্তি দাশ জানান- বাজারের অধিকাংশ ফল ব্যবসায়ী ৭০-১শ গ্রাম ওজনের প্যাকেটে ফল বিক্রি করছে। অপরদিকে অনেক মিষ্টি দোকানে ভারী প্যাকেটে মিষ্টি বিক্রি করছে। যার প্রতিটি প্যাকেটের ওজন প্রায় আড়াইশ গ্রাম। কেজিতে মিষ্টি পাওয়া যায় সাড়ে সাতশ’ গ্রাম।