কেন করো অহমিকা — গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির 

তোমার মত সন্তান নূহ নবীর ছিল
সেও ধ্বংস হয়ে গেল।
তোমার মত ক্ষমতা ফেরাউনের ছিল
তাকে আজ মমি বানিয়ে রাখা হয়েছে যাদুঘরে।
তোমার মত অর্থবিত্ত কারুনেরও ছিল
তাকেও  মাটির নিচে  পুঁতে  রাখা হয়েছে আজ।
তোমার মত পাগড়ি জুব্বা আবদুল্লাহ ইবনে উবাইরও ছিল
মৃত্যুর সময় মুনাফেক হয়ে দুনিয়া থেকে হয়েছে বিদায়।
তোমার চেয়ে বেশি শিক্ষা শয়তানেরও ছিল
সেও আজ লানতের জিঞ্জির পরে হয়েছে শয়তান।
তা হলে; তোমার এত কিসের বড়াই, কিসের অহমিকা?
তোমাকে -আমাকে একদিন মাটির নিচে যেতেই হবে।
তারপরও করি না  উপলব্ধি, হয় না হুঁশ;
সত্য করি না গ্রহণ, মিথ্যা অহমিকা করি না বর্জন।