‘কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না’

 

বরুড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাসিবুল ইসলাম সজিব।।

শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরুড়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং আলোচনা শেষে উপজেলা পরিষদ থেকে র‌্যালি বাহির হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা সভাপতিত্বে এবং বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কোহিনূর কবিতার সঞ্চালনায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং।

আরো বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান মোঃ তরিকুল ইসলাম,
আগনাগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান,  রাজামারা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম, বরুড়া সরকারি কলেজের শিক্ষক মোঃ মাঈনুল হোসেন, ঝলম কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ মজুমদার,
আড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ চৌধুরী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন, কাদবা তলাগ্রাম ত,চ, লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ূব আলী, মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম, ঢেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হক, পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, প্রমুখ।

সভায় সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, কোন সভ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রাখা হয় না। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে। বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকল শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষা কমিশন গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়।