খালেদা জিয়ার মুক্তি ছাড়া আগামী সংসদ নির্বাচন হতে দেয়া হবে না- ব্যরিস্টার রুমিন ফারহানা

প্রতিনিধি।।
বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যরিস্টার রুমিন ফারহানা এমপি বলেছেন, আ’লীগ নির্বাচনের স্বপ্ন দেখে। কিসের নির্বাচন? আ’লীগ সরকারের অধীনে কিসের নির্বাচন করব আমরা? ২০১৪ সালে রঙিন নির্বাচন দেখেছি। বিনাভোটে সংসদে গিয়ে তারা সংসদ দখল করেছে। ২০১৮ সালে নির্বাচন হয়েছে নিশি রাতে ডাকাতির মাধ্যমে। আমরা সব হিসাব রাখছি। পরিস্কার কথা, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ছাড়া ২০২৪ সালে কোন নির্বাচন বাংলাদেশে হতে দেয়া হবে না। আ’লীগের অধীনে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। জ¦ালানি তেল, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যুর প্রতিবাদে বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হুশিয়ার সাবধান-সামনে নির্বাচন আসছে, এ নির্বাচনে যদি আবার কোন নীলনকশা করার চেষ্টা করেন, তাহলে বিএনপি দাঁতভাঙা জবাব দিবে। নির্বাচন হবে ব্যালটে, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছ্ট্টুু, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম দুলাল, পৌর যুবদল নেতা মোঃ হাসান প্রমুখ।