“খুঁজে নাও প্রিয়”— আলেয়া আক্তার (আলো) 

প্রজাপতি হয়ে  যাবো প্রিয়

আমি চলে গেলে তখন সাড়া দিও,,,

ছন্নছাড়া হয়ে খুঁজবে আমায়,

চিরদিনের জন্য মুক্ত করে যাবো তোমায়

এমন যদি না চাও,

তবে  সহজেই ধরা দাও

  আর খুঁজে নাও আমায়

 

ফুল হয়ে ঝরে যাবো প্রিয়

 গোধূলির আগেই খুঁজে নিও,

যদি তা না করো তবে

কাঁদবে ব্যাকুল হয়ে,

দিনশেষে ফিরবে তুমি শূন্যতা নিয়ে।

 

আধাঁর শেষে আলোতে এসে

 খুঁজবে তুমি আমায়,

আসবো না আর কোনদিন ফিরে

মুক্ত করে যাবো তোমায়,

 তুমি খুঁজে নিও আমায়,

 

ভুল যদি না করো প্রিয়,

প্রতিটি মুহুর্ত তোমার জন্য চেয়ে নিও,

প্রাণের মাঝে রাখবো তোমায়,

কখনো হারিয়ে যেতে দিও না আমায়,

“প্রিয় তুমি কোথায়?”খুঁজে নাও আমায়।

 

লেখক: শিক্ষার্থী, স্নাতকোত্তর, উদ্ভিদবিদ্যা বিভাগ।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।

inside post
আরো পড়ুন