গাজায় গণহত্যার  প্রতিবাদে চাঁদপুরে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ

চৌধুরী ইয়াসিন ইকরাম,  চাঁদপুর #

inside post

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও   বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বাংলাদেশ  ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ এপ্রিল চাঁদপুর জেলা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ  মিছিল পূর্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড.  শেখ আবুল খায়ের সালেহের সভাপতিত্বে  অনুষ্ঠান পরিচালনা করেন কোষাধক্ষ অ্যাড. মামুন  হোসেন মিয়াজী।

বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল,  জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড.  সেলিম আকবর,  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী,  সিনিয়র আইনজীবী অ্যাড.নাজিমুল্লা বাপ্পি, অ্যাড.দেলোয়ার হোসেন প্রধানীয়া, ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাড. আবদুল কাদের খান প্রমুখ।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, সিনিয়র আইনজীবী অ্যাড. নুরুল আমিন খান আকাশ, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম সহ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা।

প্রতিবাদ সমাবেশ শেষে জেলা জজ আদালত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।  মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরো পড়ুন