ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় ২জন নিহত

inside post
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় দুইজন নিহত হয়েছেন। তারা  সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তানভীর ও রফিক নামের দুই যাত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় সংগঠিত দুর্ঘটনায় নিহতেরা হলেন জেলার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত (গাছতলা) গ্রামের আমজাদ হোসেনের ছেলে তানভীর মিয়া (২৩) এবং আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের হোসেনপুর (লালপুর) গ্রামের ইদন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৫)। লরিকে আটকাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে পাঁচজন যাত্রী জেলা শহর থেকে সদর উপজেলার চিনাইর টিটিসি ট্রেনিং সেন্টারে যাচ্ছিলো। কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি লরি সিএনজিটিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ ছয়জনই গুরুতর আহত হন। এসময় স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে আড়াইশ’ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিসৎক তানভীর ও রফিক নামীয় দু’জনকে মৃত ঘোষণা করেন। সিএনজির চালকসহ অন্য যাত্রীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনার পর লরিটি দ্রুতবেগে চলে যায়। এই বিষয়ে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা চালাচ্ছে।’
আরো পড়ুন