মাওলানা ফজলুল হক নুরনগরীর ইন্তেকাল

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।

ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত আলেমদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুল হক নূরনগরী (৯৫) আর আমাদের মাঝে বেঁচে নেই। ২১ সেপ্টেম্বর রোববার সকালে ৯ টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীচর ব্যাটারিঘাট আল মদিনা মসজিদ গলির শরিফাতুন্নেছা মহিলা মাদ্রাসার বাসায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া মোল্লা বাড়ির কৃতি সন্তান মাওলানা ফজলুল হক নূরনগরী মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীকে করে গেছেন শোকাহত।
মাওলানা ফজলুল হক নূরনগরী কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাতন ঢাকার আরমানিটোলা ঐতিহ্যবাহী তারা মসজিদ ফোরকানিয়া মাদ্রাসায় কোরআনের খেদমত করে গেছেন ও শরিফাতুন্নিছা মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে তিনি নিজ গ্রাম বাঘাউড়া ঈদগাহ ময়দানে কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামতি দায়িত্ব পালন করে গেছেন। ব্যক্তি জীবনে তিনি তাঁর পরিবারের সকল সদস্য ও নাতি-নাতনীদের হাফেজ-হাফেজা, আলেম-আলেমা ও মুফতি হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। ২২ সেপ্টেম্বর সোমবার নবীনগর উপজেলার নিজ গ্রাম বাঘাউড়া ঈদগাহ্ মাঠে নামাজে জানাজার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শেরপুর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। সোমবার সকাল ৯ টায় বৈরী আবহাওয়া সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষকগণ, জেলার বিভিন্ন উপজেলার আলেম-ওলামাগণ এবং স্থানীয় এলাকার সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন। এদিকে প্রখ্যাত আলেমদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা ফজলুল হক নুরনগরীর আকস্মিক মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া এবং নবীনগর উপজেলার আলেম সমাজ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুম ফজলুল হক নূরনগরীর বড় ছেলে মাসিক মানবজীবন, দৈনিক মানবজীবন ডট কম’র সম্পাদক ও মানবজীবন টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং শরিফাতুন্নেছা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ইমদাদুল হক তৈয়ব দেশবাসীর নিকট পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। মরহুমের বর্ণাঢ্য কর্ম ও জীবনী নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করার লক্ষ্যে এবং কারো সাথে মরহুমের কোনো ধরণের লেনদেন থাকলে তার বড় ছেলের সঙ্গে (মোবাইল : ০১৭১১৫৭৬৬০৩) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।