গ্রামবাসীর হাতে আটক বিরল প্রাণী

প্রতিনিধি।।
দীর্ঘদিন ধরে গ্রামের বাসিন্দাদের হাঁস, মুরগি, কবুতরসহ গৃহপালিত পাখি খাচ্ছিল একটি বিরল প্রাণী। একপর্যায়ে রাতে স্থানীয়রা পাহারা দেয়া শুরু করেন। স্থানীয়রা নিশ্চিত হন এই প্রাণী দেখতে বিড়ালের মতো কিন্তু আকারে বড়। বহুদিন চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে প্রাণীটিকে জব্দ করে স্থানীয়রা। কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন গ্রামে প্রাণীটিকে আটক করা হয়। গ্রামের মোহাম্মদ মনির মিয়ার বাড়িতে এটি আটক করা হয়।
সামাজিক বন বিভাগ কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির বলেন, ছবি দেখে বন্য বিড়াল মনে হচ্ছে। সাধারণত ছোট পশুপাখি খেয়ে থাকে। আমরা এটিকে উদ্ধার করে নির্দিষ্ট স্থানে অবমুক্তের ব্যবস্থা করবো।

inside post
আরো পড়ুন