ঘুম থেকে উঠে দেখেন বাসার সংযোগ কাটা
নগরীতে বেড়েছে ‘তার কাটা’ চোর চক্রের উপদ্রব
অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ‘তার কাটা’ চোর চক্রের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা ঘুম থেকে উঠে দেখেন বাসার সংযোগ কাটা। নগরীর কাপ্তান বাজার এলাকায় শুক্রবার রাতেও তার কাটার ঘটনা ঘটেছে। গত তিন মাসে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় শতাধিক ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে কাপ্তান বাজার,মোগলটুলী, চকবাজার,চর্থা, সংরাইশ,শুভপুর,বাগিচাগাঁও, অশোকতলা, রেইসকোর্সে এসব ঘটনা বেশি ঘটছে। এছাড়া সড়কের পাশে এবং বিভিন্ন এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানও রেহাই পাচ্ছেনা চক্রটির কাছ থেকে।
বিভিন্ন সূত্র জানায়,কিশোর ও যুবকদের কয়েকটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে এসব অপকর্ম করছে। তাদের থেকে কম দামে চুরির তার কিনে নিচ্ছেন নগরীর কয়েকজন অসাধু ব্যবসায়ী।
মোগলটুলী এলাকার অ্যাডভোকেট আবদুল আজিজ মাসুদ জানান,সম্প্রতি এই এলাকার বার্ডেও সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম বাবুল,খোরশেদ আলম চৌধুরী,খন্দকার মোখলেছসহ ১০/১২জনের বাসার তার কেটে নেয় চোরের দল। এছাড়া অনেক নির্মাণাধীন বাসার জানালা ও মোটর নিয়ে যায়।
ব্যবসায়ী এমদাদুল হক সোহাগ জানান, কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় ২০ থেকে ৩০টি বাসা, দোকানের ওয়্যারিং ও সার্ভিস তার নিয়ে গেছে চক্রটি। এছাড়া রেইসকোর্স এলাকার সান মেডিকেল সার্ভিস হাসপাতালের সার্ভিস তার, একই এলাকার বিএনপি নেতা আবু বকর শিল্পীর বাসার তার, আনোয়ার হোসেনের বাসার তারসহ অনেকের বাসার তার চুরি হয়েছে।
রেইকোর্স পলাশী গলির বাসিন্দা ডা. ফরহাদ আবেদীন জানান,তারসহ বিভিন্ন চুরির ঘটনা বেড়েছে। সম্প্রতি তার বাসার নিচ থেকে তাজুল ইসলাম নামের এক চালকের অটো রিকশা চুরি হয়েছে।
কাপ্তান বাজার এলাকার সাংবাদিক খায়রুল আহসান মানিক বলেন,শনিবার ভোরে উঠে দেখেন তার নির্মাণাধীন ভবনের দুইটি মোটরের তার কেটে নিয়ে গেছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন,আমরা কিছু চুরির কিছু অভিযোগ পেয়েছি। চুরি বন্ধে আমরা রাতে টহল বৃদ্ধি করবো।