ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে: জামায়াত সেক্রেটারি জেনারেল

inside post

প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করুন। ঘোষিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও মানবতাবিরোধীদের বিচার কার্যক্রম শেষ করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। শুক্রবার (১৮এপ্রিল) লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬টি বছর বাংলাদেশ শেখ হাসিনা নামক একটি জগদ্দল পাথরের নিচে চাপা পড়ে ছিলো। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্রদের গণ-আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি মুক্ত হয়েছিল। আওয়ামীলীগ নির্বাচনের নামে বাঙালি জাতির সাথে প্রহসন করেছে। ২০১৪ সালে নির্বাচনবিহীন, ২০১৮ সালে রাতের ভোট ও ২০২৪ সালে আমি আর ডামি নাটকের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনা এ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের দুঃশাসনামলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতা-কর্মীদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নির্যাতনে অসহ্য হয়ে পুরো বাংলাদেশ একটি অগ্নিগর্ভ হয়ে উঠেছিলো। সারাদেশের ওলামায়ে কেরাম ও ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী লোকদের জেল, জুলুম দিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতার মসনদে স্থায়ী হতে চেয়েছিল। কিন্তু অন্যায়, জুলুম ও অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে পারা যায় না। আওয়ামী লীগের দুঃশাসনে এ দেশের অনেক আলেম, ওলামা নিরবে কান্না করেছেন। চোখের পানি পেলেছেন। অবশেষে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়েছেন।
তিনি বলেন- কুরআন ও সুন্নাহর আইন ছাড়া মানব রচিত সংবিধান মানুষের কল্যাণ সাধিত করতে পারে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুরআন এবং সুন্নাহর আলোকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এতেই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা সম্ভব।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াতের প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে সাতটি দাবি ৭টি দাবি যথাক্রমে- অবিলম্বে লাকসামকে জেলা ঘোষণা করা, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, ৫০০ শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল ও লাকসাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ স্থাপন, লাকসাম-চৌদ্দগ্রাম সড়ক, লাকসাম মুদাফরগঞ্জ সড়ক ও লালমাই-চাঁদপুর সড়ককে চার লেনে উন্নীত, লাকসাম, বাইপাস এবং বাগমারা বাজারের অবশিষ্ট দুই লেন সড়কের কাজ দ্রুত শেষ করা এবং অবিলম্বে কুমিল্লার বিমানবন্দরটি চালুর ব্যবস্থা করা। দাবির বিষয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবিগুলো যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী যখন সুযোগ পাবে, তখনি দাবিগুলো পূরণ করবেন বলে আশ্বাস দেন। পরে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার লাকসাম-মনোহরগঞ্জ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ড.এ.কে.এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মো. শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মুহাম্মদ ইয়াসিন আরাফাত, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. আবদুল মমিন, মুহাম্মদ মাহফুজুর রহমান, লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মু. জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. শহিদ উল্যাহ এবং লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. জোবায়ের ফয়সালের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি অধ্যাপক রেজাউল করিম, জেলা জামায়াত নেতা সরওয়ার কামাল, মনোহরগঞ্জ উপজেলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান,মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী,নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, লাকসামের গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি মহি উদ্দিন রনি প্রমুখ। কর্মী সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা, লাকসাম উপজেলা ও লাকসাম পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন