চলে গেলেন কুবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য

 

inside post

অফিস রিপোর্টার।।

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য প্রফেসর ড. গোলাম মাওলা (৭০)। মঙ্গলবার গুলশান এভার কেয়ার হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক শোকবার্তায় শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।

সূত্র জানায়, প্রফেসর ড. গোলাম মাওলা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নারায়ণপুর গ্রামে। প্রফেসর ড. গোলাম মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। ব্যক্তিগত জীবনে তার একটি মেয়ে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন,তার মতো বিনয়ী অনন্য মানুষ বিরল। তার হাত ধরে বিশ্বদ্যালয়ের অগ্রযাত্রার শুরু। তার মৃত্যুতে আমরা পিতৃশোক অনুভব করছি। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।

বিশ্ববিদ্যালয়ের হিসাব ও অর্থ দপ্তরের উপ-পরিচালক মো. নাছির উদ্দিন জানান, জানাযা শেষে রাত সাড়ে ৮টায় বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

 

আরো পড়ুন