চাঁদপুরকে ১-০ গোলে হারালো ব্রাহ্মণবাড়িয়া

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫এর কুমিল্লা ভেন্যুর উদ্বোধনী ম্যাচে চাঁদপুর জেলা দলকে ১- ০ গোলে হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল।
সোমবার বিকেলে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া দল। প্রথমার্ধের ১৮মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের তুহিন আহমেদ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া জেলা দল বারবার আক্রমণ করলেও চাঁদপুর বেশ রক্ষণাত্মকভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করে। তবে চাঁদপুরের গোলকিপারের দক্ষতায় বেশ কিছু গোল থেকে বঞ্চিত হয় ব্রাহ্মণবাড়িয়া। খেলায় দ্বিতীয়ার্ধে চাঁদপুর জেলা দলের ৩নাম্বার জার্সি পরিহিত রাকিবকে হলুদ কার্ড দেখায় রেফারি। গুড়ি গুড়ি বৃষ্টিতে নির্ধারিত ৯০মিনিটের খেলা শেষে চাঁদপুর জেলা দলকে ১-০গোলে হারিয়ে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ৭নাম্বার জার্সি পরিহিত তুহিন আহমেদ।
বিকেলে কুমিল্লা ভেন্যুতে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়ছার। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা (সার্বিক) প্রশাসক পঙ্কজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক দিদারুল আলম, জামায়াতে ইসলাম কুমিল্লা মহানগর শাখার যুব বিভাগের সভাপতি কাজী নাজির আহমেদ, বাংলাদেশ জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র, অ্যাডহক কমিটির সদস্য আরিফ খান, আহসান উল্লাহ স্বপন, খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
আগামীকাল একই ভেন্যুতে লক্ষ্মীপুর বনাম ফেনীর খেলা অনুষ্ঠিত হবে।
-প্রেস বিজ্ঞপ্তি।