চাঁন্দকরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান


প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা সেকান্দর আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ, মাহফিল, দোয়া, আলোচনা ও উপহারের মধ্য মধ্য দিয়ে বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, স্থানীয় শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তৈরী হয় আবেগঘন পরিবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদীদল চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ ও ফুল দিয়ে শুভকামনা জানানো হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মমিন মুন্সির সভাপতিত্বে পরীক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক কাজী ফরহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, আজাদ পালোয়ান হিরন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, নাজমুল হক, আবদুল্লাহ, ছাত্রদল নেতা জিহাদ, শাফায়াত, সৈকত, মাসুদ, রাসেল প্রমুখ।
পৃথকভাবে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করে বাতিসা ইউনিয়ন ছাত্রশিবির। সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও ফুল দিয়ে শুভকামনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাহাব উদ্দিন ভুঁইয়া সুজন, মাওঃ কামাল উদ্দিন, পর্তুগাল প্রবাসী আরিফ বিন জাহিদ, কুমিল্লা জেলা এইচডিআর সম্পাদক নূর উদ্দিন মাহবুব, প্রফেসর মামুনুর রশীদ ভূঁইয়া, শিক্ষক পরিষদ সভাপতি হেদায়েত উল্লাহ, ২নং ওয়ার্ড সহ-সভাপতি আবুল হাশেম ভুঁইয়া।