ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চৌদ্দগ্রামে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি।।

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে উপজেলা ছাত্রদল নেতা ফকরুল হাসান,আবির,পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক, চিওড়া কলেজ শাখা সভাপতি সিপাত,সেক্রেটারি সফিউল ইসলাম বিপু,মুন্সিরহাট কলেজ শাখা সভাপতি সাজ্জাদুল ইসলাম নাঈম,সেক্রেটারি মোঃ হাসান ও চৌদ্দগ্রাম কলেজ শাখার সেক্রেটারি আবদুল্লাহ আল যোবায়ের রায়হানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্হান প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
অপরদিকে একইদিন বিকেলে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম চৌদ্দগ্রাম। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা পদক্ষিণ করে।