সাবেক সচিব ড. জাহাঙ্গীরের ৩১ দফার প্রচার পত্র বিতরণ


‘তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ’
প্রতিনিধি।।
কুমিল্লা মনোহরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মনোহরগঞ্জ উপজেলার ঝলম এলাকায় ২৫ অক্টোবর শুক্রবার বিকালে এই কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা- ৯(লাকসাম- মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড.একেএম জাহাঙ্গীর এই কর্মসূচি পালন করেন। এতে তিনি বলেন, বিনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,দলের চেয়ারপার্সন আপোষীহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাদের পথ ধরে উন্নত বাংলাদেশ গঠন করতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।
তিনি আরো বলেন,তার ভাই এটিএম আলমগীর শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দুইবারের সংসদ সদস্য ছিলেন। তিনি নিজে সরকারের সাবেক সচিব ছিলেন। কিন্তু পতিত সরকার তাকে কাজ করার সুযোগ দেননি। তিনি তার স্বপ্ন পূরণ ও তার ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান। এসময় স্থানীয় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

inside post
আরো পড়ুন