‘চিকিৎসকের ব্যবস্থাপত্র বাংলায় লিখার দাবি’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রবিবার স্থানীয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে নগর সভাপতি মোঃ খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম-এর সঞ্চালনায় বাংলা ভাষার মান ও এর স্থায়িত্ব রক্ষার লক্ষে সরকারের প্রতি ১০দফা দাবি জানান সংগঠনের সভাপতি। দাবি সমূহ হলো- উচ্চ আদালতের রায় অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্র, ঔষধের নাম ও বিবরণ বাংলায় লিখতে হবে। রাষ্ট্রের সকল চুক্তি, দলিলের ক্ষেত্রে বাংলাকে মূল ভাষ্য বিবেচনা করতে হবে। উচ্চশিক্ষার মাধ্যম হিশেবে বাংলাকে বাধ্যতামূলক করতে হবে। দেশ পরিচালনা, আইন, বিচার ও উচ্চশিক্ষার সকল পরিভাষার বাংলা রুপান্তরের কার্যকর উদ্যোগ নিতে হবে। দেশের সকল সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের নামফলক বাংলায় লিখতে হবে।রাষ্ট্রের সকল নথিপত্র বাংলায় করতে হবে। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ ও বিকাশে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইংরেজি মিশ্রিত করে বাংলাকে বিকৃত করার অপপ্রয়াস আইন করে বন্ধ করতে হবে। ইংরেজি মাধ্যম বিদ্যালয় সমূহে বাংলা চর্চাকে বাধ্যতামূলক করে জবাবদিহিতার আওতায় আনতে হবে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ ইসলাম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মাদ এনামুল হক, প্রকাশনা ও দফতর সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক ইয়াসিন মিয়াজী, কওমী মাদরাসা সম্পাদক ওসামা বীন তৈয়ব মুজাহিদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইফতেখার ফারদীন সহ প্রমুখ।
— সংবাদ বিজ্ঞপ্তি