চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় হামলা


মোটর সাইকেল ও মোবাইল ফোন লুট

inside post

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় কামরুল হাসান ও আবদুল হালিম নামের দুই যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইদুল আলম ছুট্টুর বিরুদ্ধে। এসময় হামলার শিকার যুবকদের মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৮জুলাই) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা রাস্তার মাথায়।

এ ঘটনায় হামলার শিকার কামরুল হাসানের থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, গত সোমবার সন্ধ্যার পর নানকরা রাস্তার মাথায় মাদক ব্যবসায়ী নানকরা গ্রামের আব্দুল লতিফের ছেলে ছ্ট্টুু আমজাদের বাজার থেকে ইয়াবার চালান নিয়ে নানকরা রাস্তার মাথায় দোকানে রওনা দেন। “ইয়াবার চালান নিয়ে দোকানের দিকে যাচ্ছেন ছ্ট্টুু” এমন তথ্য জানিয়ে চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পে ফোন করেন কামরুল হাসানসহ স্থানীয় কয়েকজন মাদকবিরোধী যুবক। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী ছুট্টু ১৫-২০জন সহযোগীসহ ধারালো দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় যুবকদের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন ঢাকার ব্যবসায়ী পশ্চিম দুর্গাপুর গ্রামের কামরুল হাসান এবং একই গ্রামের আব্দুল হালিম। হামলাকারী মাদক ব্যবসায়ীরা কামরুল হাসানের জাপানি সুজুকি ১৫৫ সিসির মোটরসাইকেল এবং আব্দুল হালিমের ব্যক্তিগত এন্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত আব্দুল হালিমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান মঙ্গলবার বিকেলে জানান, ‘হামলার ঘটনায় ছুট্টু ও মিজান নামের দুইজনকে অভিযুক্ত করে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন কামরুল হাসান নামে এক ব্যবসায়ী। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

আরো পড়ুন