১২দিন পর সেই ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা

বিবস্ত্র ভিডিও ছড়ানোর প্রধান হোতার রিমান্ড শুনানি বুধবার
মহিউদ্দিন মোল্লা।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামের সেই ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা ঘটনার ১২দিন পর কুমিল্লা মেডিকেল কলেজে মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এদিকে তার বিবস্ত্র ভিডিও ছড়ানোর প্রধান হোতা শাহপরানের রিমান্ড শুনানি বুধবার কুমিল্লার আদালতে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার এসআই রুহুল আমিন।
তিনি জানান, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন, নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার হলেও তিনি এখনও পুলিশ হেফাজত থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিপীড়ন ও বিবস্ত্রের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনার প্রধান হোতা ফজর আলীর ছোট ভাই শাহপরানকে পর্নোগ্রাফি মামলায় জেলহাজতে পাঠিয়েছে আদালত। বুধবার শাহপরানের রিমান্ড আবেদনের শুনানি হবে। পুলিশ ১০দিনের রিমান্ড আবেদন করেছে। এদিকে শাহ পরান ছাড়াও এ মামলার চার আসামিকে ৩দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কারাগারে থেকে ৫ জুলাই বিকেলে তাদের জিম্বায় থানায় নিয়ে যান। তারা হলেন, একই গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিক। রমজান ও সুমন ১৬৪ধারায় জবানবন্দি দিবেন বলে জানালেও তারা মঙ্গলবার আদালতে গিয়ে অস্বীকৃতি জানান। তাদের বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।
নারীর দেরিতে মেডিকেল পরীক্ষার বিষয়ে ওই তদন্ত কর্মকর্তা জানান, ওই নারী মেডিকেল পরীক্ষা করতে অস্বীকৃতির জানানোর কারণে দেরি হয়েছে।
