চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী


টেকসই দেশ বিনির্মাণ ও জনকল্যাণের প্রত্যয় নিয়ে চৌদ্দগ্রাম ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১এপ্রিল) দুপুরে পৌরসভার আল-নূর হসপিটালের নতুন ভবনে ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সাইদুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন আল-নূর হসপিটালের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক খোরশেদ আলম। সংগঠনের সেক্রেটারি কাজী জামাল উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিঃ সহ-সভাপতি ইঞ্জিঃ কামাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক কাজী মহিবুল হাসান, বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক এমরান হোসেন পাটোয়ারী, অর্থ সম্পাদক রাশেদা আক্তার লিজা, আবু বক্কর, প্রকল্প পরিচালক আবদুল কুদ্দুস, প্রচার সম্পাদক মাহমুদুল ইসলাম ভুঁইয়া রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী আজিজুল ইসলাম, উপদেষ্টা মন্ডলির সদস্য মজিবুর রহমান, সদস্য শাহাদাৎ হোসেন চৌধুরী ও গিয়াস উদ্দিন মহসিন। অনুষ্ঠান শেষে ইঞ্জিয়ার সাইদুর রহমান শামীমকে সভাপতি ও কাজী জামাল উদ্দিন সুমনকে সেক্রেটারি করে পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
উপজেলার সকল ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।