ছয় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুমিল্লার বরুড়া শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৬ হাজার হত দরিদ্র মানুষের মাঝে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির উদ্যোগে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে গাইনি , চর্ম ও যৌন, মেডিসিন,শিশু,অর্থপেডিক, নাক কান ও গলা,দন্ত,চক্ষু,সার্জারি, হোমিও বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি। অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবদুস সামাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ সচিব মোঃ শাহ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রুহুল আমিন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ ইকবাল হোসেন, শাহেরবানু আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল হক, বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক মোঃ আবদুর রশিদ, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ সোহেল সামাদ, ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর উদ্দিন খন্দকার স্বপন, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার, গভর্নিংবডির সভাপতি আমীন নার্গিস,অধ্যক্ষ রেজাউল করিম মজুমদার,সহকারী প্রধান শিক্ষক কামরুন নেছা, মোঃ মোবারক হোসেন ও যুব রেড ক্রিসেন্টের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক নয়ন দেওয়ানজী।