জম্ম থেকে জ্বলছি আমি– গাজী মুহাম্মাদ জাহাঙ্গীর আলম জাবির 

জম্ম থেকে  জ্বলছি শুধু, জম্ম থেকে জ্বলছি!

জম্ম থেকে  ভেতর- বাহির লড়াই করে  চলছি।
আগুন জ্বলে  বুকের ভেতর, আগুন জ্বলে চোখে
দ্রোহের আগুন ঠিকরে পড়ে  মনের গ্রহলোকে।
দানব- মানব এক হয়ে  সব কেবল যুদ্ধদেহী
এইতো  আমি  অগ্নিমুখী  একাই তাদের রুখি।
লড়াই  চলে  ভেতর – বাহির, লড়াই চলে শুধু
লড়াই  করে  জীবন পার, জমার খাতা ফাঁকা।
কে দেখে  আর  এমন লড়াই? নীরব লড়াই  চলে
বুকের ভেতর  তপ্ত আগুন  ভীষণভাবে জ্বলে।
জয়- পরাজয়  পিষ্ট  করে ভাগ্য রেখা দেখছি
জম্ম থেকে  লড়ছি শুধু  জম্ম থেকে  লড়ছি।
চারিপাশে নেই তো কেউ,  এমন লড়াই  দেখার
ভেতর – বাহির লড়াই  চলে, লড়াইটা  তো একার!