জানাযার পাশে কান্না করা সেই সুধীরের মৃত্যু

প্রতিনিধি।।
ছোটবেলার বন্ধু আমীর হোসেন সওদাগরের জানাযায় পেছনে গাছের গুঁড়িতে বসে কান্না করা আলোচিত সেই সুধীর বাবু (৭৪) মারা গেছেন। মঙ্গলবার (২৬শে আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের চাপাচৌঁ নিজ গ্রামে তিনি মারা যান। দীর্ঘদিন তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। নিহতের ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামের ছোটবেলার বন্ধু আমির হোসেন ২০২১ সালের ৭ সেপ্টেম্বর রাতে মার যান। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে জানাযার সময় একটু দূরে গাছের গুড়িতে বসে কান্না করতে থাকেন ছোটবেলার সনাতন ধর্মালম্বী বন্ধু সুধীর বাবু। তখন ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
