‘জালাল জাপটে ধরে বাহাউদ্দিন গলায় ছুরিকাঘাত করে’

 

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে হত্যা দুই ভাইয়ের
প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে সিগারেট বাকিতে না দেওয়ায় মো. মানিক (৩২) নামের এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার কানাইনগর গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে।

নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানান, প্রতিবেশী ভূঁইয়া বাড়ির নায়েব আলীর ছেলে বাহাউদ্দিন আমার স্বামী মানিকের কাছে সিগারেট বাকি চায়। সিগারেট দিতে অপারগতা জানালে বাহাউদ্দিন বাগবিত-ার এক পর্যায়ে হাতাহাতি করে। তারপর বাহাউদ্দিন তার ভাই জালালউদ্দিনকে নিয়ে মানিককে দা দিয়ে কোপাতে আসে। তখন প্রতিবেশীদের বাধার মুখে ব্যর্থ হয়। পরে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি হাতে নিয়ে আমাদের বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে এসে দোকানে ঢোকে। জালালউদ্দিন মানিককে জাপটে ধরলে তার ভাই বাহাউদ্দিন গলায় ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আমার স্বামী মারা যান।
তিনি বলেন. এর আগেও তারা বাকি নিয়ে অনেক টাকা জমিয়েছিল। আর ওই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করে তারা।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা শুনেছি সিগারেট বাকি না দেওয়ায় মানিক নামের এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে। খুনিদের গ্রেফতারে অভিযান চলছে।