ঢাকাস্থ ফরদাবাদ মৈত্রী সমিতির সহায়তা
সংবাদ বিজ্ঞপ্তি।।
ঢাকাস্থ ফরদাবাদ মৈত্রী সমিতি করোনাকালীন দুর্যোগে ফরদাবাদ গ্রামের বিভিন্ন ওয়ার্ডের দুইশত অসহায় ও গরীব পরিবারের মাঝে ত্রান-সামগ্রী বিতরণ করেছে।
ত্রাণ-সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার তেল এবং ১ কেজি ডাল। মৈত্রী সমিতির সদস্যবৃন্দ ফরদাবাদ গ্রামের মোট পাঁচটি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৪০ টি পরিবার করে মোট ২০০ পরিবারের প্রতিটি ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। ড. রওশন আলম কলেজ মাঠ প্রাঙ্গণে ওয়ার্ডভিত্তিক খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন মৈত্রী সমিতির আহবায়ক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, ৯ নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদসহ গ্রামের বিশিষ্টজন। মৈত্রী সমিতির যুগ্ম-আহবায়ক ইকবাল মাহমুদ সুজনের সঞ্চালনায় ত্রাণ-সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞা বলেন মানুষ মানুষের জন্য মানুষ মানবতার জন্য এ স্লোগানকে ধারণ করে মৈত্রী সমিতির যাত্রার শুরু থেকে ফরদাবাদ গ্রামের সাধারণ মানুষ ও গরীব-মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। মহিউদ্দিন আহমেদ সেলিম চেয়ারম্যান বলেন, দেশ-বিদেশের বিভিন্ন স্থানে অবস্থানরত এ প্রজন্মের শিক্ষিত ও সচেতন মানুষগুলো এ সংগঠনের মাধ্যমে প্রমাণ করেছেন তারা তাদের শিকড়কে ভুলে যাননি। তিনি গ্রামের প্রতিটি প্রতিষ্ঠিত মানুষকে গ্রামের সেবায় এগিয়ে আসার অনুরোধ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ইয়াকুব মাস্টার, বীর মুক্তিযোদ্ধা বাতেন মেম্বার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও মৈত্রী সমিতির যুগ্ম-আহবায়ক ড. মোহাম্মদ আবদুস সালাম, ড. রওশন আলম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া টিভির কর্ণধার ও বাঞ্ছারামপুর উপজেলার দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সাব্বির আহ্মেদ সুবির, বাঞ্ছারামপুর উপজেলার দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আতাউর রহমান সনেট, বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মোঃ রাকিবুল ইসলাম, ফরদাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম খান, ফরদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ৬নং ওয়ার্ডের করিম মেম্বার, মৈত্রী সমিতির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলামসহ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৯নং ফরদাবদ ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ বাবু, ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদ, মোশাররফ মেম্বার, বাতেন মেম্বার, মৈত্রী সমিতির সদস্য মো: মাহবুব আলম,আমিরুল ইসলাম মাহালম, মোঃ আবদুল মোতালেব, ওমর ফারুক, আল-আমিন, ইরশাদ উল্যাহ মনি ও বাঞ্ছারামপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমরান হোসেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও মৈত্রী সমিতির সদস্য-সচিব ড. মোহাম্মদ নূরুজ্জামান কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।