সাবেক বর্তমান দুইটাই দেখা শেষ বরুড়ার মানুষ নতুন চায়-কামাল

আবদুল্লাহ আল মারুফ।।

inside post

বরুড়ার মানুষ সাবেকও দেখেছে বর্তমানও দেখেছে। তারা দেখেছে এদের ভোট দিয়ে কি ভুল করেছে। এখন তারা নতুন কাউকে চায়। বরুড়ার মানুষ আর আগের মতো ভুল করবে না। তারা তাদের ভুলের খেসারত দিয়েছে আগেও। তাদের ভোটে নির্বাচিত প্রার্থী তাদের ছেলেমেয়ের ওপরেই হামলা করেছে। এমন প্রার্থী বরুড়ার মানুষ চায় না।

প্রতীক পেয়ে প্রচারণায় নেমে শুক্রবার (২ মে) প্রথম দিনের প্রচারনায় বরুড়ার নারায়ণপুর, আরিফপুর, বাশতলী, রামমোহন, নবীপুর ও আশপাশের এলাকায় প্রচারণা শেষে বক্তব্যে এসব কথা বলেন, আনারস প্রতীকের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল।

এসময় তিনি আরও বলেন, অনেকে এই এলাকায় এসেছেন নানান ধরনের আশ্বাস দিয়ে এই এলাকার মানুষের ভোটের সাথে তামাশা করেছে। অথচ নারায়ণপুর, আরিফপুর, বাশতলী, রামমোহন, নবীপুর এলাকার অনেক সড়ক এখনও কাঁচা। অনেক বেকার যুবক এখন বিপথে চলে যাচ্ছে। কাঁচা সড়কে বর্ষায় মানুষের ভোগান্তি চরমে উঠে। ইনশাআল্লাহ এই ভোগান্তি থেকে এই এলাকার মানুষকে মুক্ত করা হবে। বন্ধ করা হবে বরুড়ার চাঁদাবাজি। বরুড়ার মানুষ আমাকে এই সুযোগ দেবে এটা আমার বিশ্বাস।

এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন