ঢোল বাদ্য বাজিয়ে খেলার মাঠে

inside post

চ্যাম্পিয়ন সিএফসি চাঁন্দিশকরা

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।

গাছ, ছাদ, পদচারী-সেতুসহ স্মরণকালের সর্বোচ্চ দর্শক উপস্থিতিতে চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী অপরাজিত এফডিসি ফালগুনকরা একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিএফসি চাঁন্দিশকরা একাদশ। শুক্রবার দুপুরের পর থেকে দুইদলের এলাকা থেকে হাজার হাজার সমর্থক ঢোল বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে মাঠে উপস্থিত হতে থাকে। পুরো উপজেলায় ক্রীড়াপ্রেমীদের মাঝে আগ্রহ তৈরি হয় এই ফাইনাল খেলা নিয়ে। সপ্তাহব্যাপী সরব ছিলেন সোস্যাল মিডিয়ায়। দেশি বিদেশি তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত একাদশ নিয়ে দু’দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলা উপহার দেয় দর্শক ও সমর্থকদের। খেলার দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান এক খেলোয়াড়। চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমান, পৌর বিএনপি আহ্বায়ক হারুন-অর রশীদ মজুমদার, বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম বাদশা, সাবেক কাউন্সিলর কামাল হোসেন, পৌর বিএনপি সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল।
চৌদ্দগ্রাম বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে খেলায় অংশগ্রহণকারী দু’দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানান।খেলায় অংশগ্রহণকারী দু’দলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার দেয়ার ঘোষণা দেন।
উল্লেখ্য- ক্রীড়া সংগঠন চৌদ্দগ্রাম বয়েজ ক্লাব ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মরহুম মোশাররফ হোসেন।

আরো পড়ুন