তথ্য অধিকার দিবসে সনাক কুমিল্লার ক্যাম্পেইন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় বিআরটিএ, কুমিল্লা অফিসে আগত সেবাগ্রহীতাদের সেবামান সহজ করার লক্ষ্যে তথ্য অধিকার দিবস উপলক্ষে সনাক কুমিল্লা কর্তৃক আয়োজিত ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ কুমিল্লা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) পার্কন চৌধুরী। আজ ২৭ সেপ্টেম্বর ২০২২ সকাল ১০:৩০ মিনিটে সনাক কুমিল্লা কর্তৃক আয়োজিত তথ্য ও পরামর্শ বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানে সহকারী পরিচালক বলেন, বিআরটিএ কুমিল্লা অঞ্চলের সেবারমান বৃদ্ধির লক্ষ্যে টিআইবি’র সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বিআরটিএর সেবার মান উন্নয়নের লক্ষ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রায় সকল প্রকার ফি অনলাইনে পরিশোধের মাধ্যমে এই সেবা সমূহ গ্রহণ করতে পারবেন। এছাড়াও বিআরটিএ, কুমিল্লা সেবাগ্রহীতাদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। জনগণকে তথ্য প্রদানের জন্য তথ্য প্রদানকারী কর্মকর্তা রয়েছে। তিনি তথ্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি তথ্য অধিকার দিবসে সনাক কুমিল্লার ক্যাম্পেইন অনুষ্ঠান আয়োজনের জন্য সনাক-টিআইবি সকলকে ধন্যবাদ জানান।

inside post

 

পরে ইয়েস গ্রুপের সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ সেবা ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। এসময় টিআইবি কুমিল্লা’র এরিয়া কো-অর্ডিনেটর প্রবীর কুমার দত্ত, বিআরটিএর মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

 

—- সংবাদ বিজ্ঞপ্তি

 

আরো পড়ুন