তবু কাঁদবো না– মাসুদা তোফা 

আজ আমি  সারাদিন কোনো  কাজে লাগাবো না মন
আজ আমার শোকের  দিন, মন খারাপের দিন।
পিতা  হত্যার  নির্মম   দিন আজ কোথাও  যাবো না
তোমরা যেতে চাও যাও  আমি মগ্ন আজি পিতৃশোকে
কান পেতে শুনি যেনো  কথা বলে ওঠে বঙ্গবন্ধু
তোরা  আমার স্ত্রী পুত্র  পুত্রবধূ কে মেরে ফেললি!
ওদের দোষ ছিলো না তবু  হাত  রক্তাক্ত করলি!
তোরা জানিস না আমি  মরবো না ফিরে আসবো
সমুদ্রের গর্জনের শব্দ শুনে দেখ আমি আছি
বাতাসের শোঁ শোঁ  শব্দে ভেসে  মিশে  আছি  আমি
রেসকোর্স ময়দানে যেখানেই যাবি দেখে নিস
আমি আছি  বেঁচে আছি বাংলার  বুকে পথে পথে।
বাঙালি আমাকে ভুলে  যেতে পারে না, কখনোই  না
পিতার প্রতি তোদের নিষ্ঠুরতা  ইতিহাস সাক্ষী
ক্ষমা পাবি না কখনো  তবু নত হবে না মুজিব
মুজিব ক্ষমা চায় না ক্ষমা করে  গেছে আজীবন।
যখন  দেখি  বত্রিশ নম্বরের সিঁড়ি বেয়ে রক্ত
এ রক্ত স্রোত  গড়িয়ে ধানমণ্ডি লেক রক্ত গঙ্গা
এ স্রোত  ছড়িয়ে  যায়  পৃথিবীর  সব মহাসমুদ্রে
তোমার  মৃতদেহকে ওরা এতো ভয় পেয়েছিলো
জীবিত মুজিব থেকে শক্তিশালী নিষ্প্রাণ  মুজিব
সে ভয়ে  তোমাকে  নিয়ে  গেছে তারা  টুঙ্গিপাড়া গ্রামে
আজ আমি সারাদিন সারারাত বত্রিশ নম্বরে
আজ আমি সারাদিন  সারারাত টুঙ্গিপাড়া গ্রামে
আর   শোকাগাঁথা নয়, জয়গান গেয়ে যাই সবে
শোক আজ শক্তি হয়ে লক্ষ লক্ষ ভক্ত তব ভবে
আজ আমি শোকস্তব্ধ বিহবল  তবু  কাঁদবো  না
শুধু  দেখি প্রাণহীন  মুজিবুর  কতো শক্তিশালী।
আজ আমি সারাদিন  পড়ে রব আত্মজীবনীতে
আজ কোথাও যাবো না স্মরণের আবরণে  নত
আজ আমার শোকের দিন, মন খারাপের দিন
পিতা হত্যার নির্মম দিন আজ কোথাও  যাবো না।
inside post
আরো পড়ুন