তিতাসে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ

হালিম সৈকত।। 

inside post

তিতাসে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ১ জুলাই মঙ্গলবার বাদ আসর জাতীয় নাগরিক পার্টি- এনসিপির বাতাকান্দিস্থ তিতাস উপজেলা কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি তিতাস উপজেলা শাখার  যুগ্ম সমন্বয়ক মোঃ লুৎফর রহমান। এসময় উপস্থিত ছিলেন, এনসিপি  জেলা কমিটির  যুব শক্তির সদস্য আব্দুল্লাহ আল মামুন,  তিতাস উপজেলা শাখা এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুনুর রশীদ, সদস্য সাগর হাসান,জামান মিয়া, ওয়াসিম, ইকবাল হোসেন,  সায়মন,  হাবিবুর রহমান ও রাজু আহমেদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান।
আলোচনা সভা পরিচালনা করেন তিতাস উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য মোঃ আনিসুর রহমান।
এসময় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ বলেন, যখনই ফ্যাসিবাদের উত্থান হবে, তখনই আমরা মাঠে হাজির হবো। নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, যার নাম হলো, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীতে বাংলাদেশের মানুষের আশা আকাংখার ভরসাস্থল হবে এনসিপি৷ জাতীয় নাগরিক পার্টিতে অন্তর্ভুক্ত হতে সকলকে একযোগে কাজ করতে হবে।  বৈষম্য ও ফ্যাসিবাদ সহ্য করা হবে না। আসুন আমরা এনসিপির পতাকাতলে সামিল হই। বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ে তুলতে এগিয়ে আসি।

আরো পড়ুন