সাবেক রেলমন্ত্রীসহ ১২২ জনের বিরুদ্ধে মামলা

চৌদ্দগ্রামে জুলাই শহীদ জামশেদ হত্যার ঘটনা

inside post

প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কলেজ ছাত্র জামশেদুর রহমান মিয়াজী জুয়েল গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ১১ মাস পর  আ’লীগের ১২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন শহীদ জামশেদুর রহমানের চাচা বিএনপি নেতা আইয়ুব মিয়াজী। মামলায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান রহমত উল্লাহ বাবুল ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদারসহ ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেলনা গ্রামের মিয়াজী বাড়ির আইয়ুব মিয়ার ভাতিজা জামশেদুর রহমান কুমিল্লার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কোটা সংস্কার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট জামশেদুর রহমান সকাল থেকে চৌদ্দগ্রামে কোটা সংস্কার শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেন। ওইদিন দুপুরে সরকার পতনের খবর শুনে হাজার হাজার ছাত্র জনতা বিজয় মিছিল বের করে। এ সময় চৌদ্দগ্রাম বাজারে আ’লীগের পার্টি অফিসের আশপাশ থেকে আন্দোলনকে দমন করার জন্য আ’লীগের স্বশস্ত্র সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্রসহ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত জামশেদকে সাথে থাকা যুবকরা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার অপর আসামিরা হলেন- আ’লীগ ও অঙ্গ সংগঠনের গোলাম মোস্তফা ভূঁইয়া বিপ্লব, মোঃ সোহেল, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, পৌর ছাত্রলীগের সভাপতি জোবায়ের হোসেন শুভ, সৈকত, বাবলু মোল্লা, আবু তাহের, সুমন রেজা, মোঃ শাহিন, তোফায়েল, মোশারফ, আলী হোসেন লিটন, হারুনুর রশিদ মাছুম, রাকিব, গাজী শহিদ, রফিকুল ইসলাম পাটোয়ারী, গাজী কাজল, ইমান আলী, মোঃ ইউসুফ, তুরাজ মজুমদার, আলমগীর মেম্বার, নুরুল হুদা ফকির, একরামুল হক, কাজী মাছুম বিল্লাহ, পারভেজ, ফখরুল ইসলাম মেহেরাজ, নুর উদ্দিন রাজিব, জিএম জাহিদ হোসেন টিপু, মহিবুল আলম কানন মজুমদার, সুব্রত টোটন, ইয়াছিন আরাফাত, দ্বীন মোহাম্মদ সোহাগ, শামীম, জিহাদ হোসেন জাবেদ, সাজ্জাদ, লকিয়ত উল্লাহ সাগর, মাইন উদ্দিন দীপু, জামাল হোসেন ও হাফেজ বেলাল।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, গুলিতে নিহত কলেজ ছাত্র জামশেদুর রহমানের হত্যার ঘটনায় তার চাচা আইয়ুব মিয়াজী বাদী হয়ে ১২২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। আমরা আসামিদের গ্রেফতারের জন্য কাজ করে যাচ্ছি।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে হাজার হাজার জনতা নেমে পড়ে। মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। পরে বিক্ষুদ্ব জনতা চৌদ্দগ্রাম থানায় হামলা চালালে কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র জামশেদুর রহমান মিয়াজী জুয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই সময় চৌদ্দগ্রাম থানার তৎকালিন ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা সাংবাদিকদের বলেন, বিক্ষুদ্ধ জনতা থানায় হামলা করলে তিনিসহ বিশজন পুলিশ আহত হয়েছে এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি করেছে।
এনিয়ে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের গুলিতে জামশেদুর রহমান নিহত হওয়ার খবর প্রকাশিত হলেও মামলায় শুধু আ’লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

আরো পড়ুন